নিজস্ব প্রতিনিধি:
৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচিত চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হায়দার সংগ্রাম ও মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্না এবং চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মকবুল হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার
শপথ গ্রহণ করেছেন।
বুধবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নির্বাচিতরা। এরপর তারা অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন।শপথ পাঠ করানোর পর বিভাগীয় কমিশনার সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, আপনারা জনগণের সেবার লক্ষ নিয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন। আপনারা এখন ওই এলাকার জনপ্রতিনিধি। নির্বাচিত এলাকার উন্নয়নের আপনারা ভুমিকা রাখবেন এটাই আমরা প্রত্যাশা করি। আপনাদের সকলের প্রচেষ্টায় উন্নয়নের মাধ্যমে এলাকার উন্নয়ন হবে এবং দেশের উন্নয়ন হবে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে। আমাদের দেশ হবে সোনার বাংলা।
তিনি আরো বলেন, যে শপথ নিলেন, সেই শপথের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা অক্ষুন্ন রাখবেন এমন প্রত্যাশা আমাদের। বিভাগীয় কমিশনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত জামিল সৈকতসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে (পিটিআই) অডিটোরিয়ামের বাইরে নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শপথ গ্রহণ শেষে চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন
বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি আপা চাঁদপুরের উন্নয়নের রুপকার। তিনি চাঁদপুর একটি আধুনিক এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষে চাঁদপুরের প্রতিটি গ্রামকে সহরে পরিণত করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে কাজ শুরু করেছেন। আমি তাঁর সঙ্গে একাত্মতা পোষণ করে চাঁদপুরকে একটি আধুনিক এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করে যেতে চাই।
উপজেলার চেয়ারম্যান আরও বলেন চাঁদপুরে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ যেসব সেক্টরে কাজ করার সুযোগ আছে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে কাজ করবো। আমার রাজনৈতিক অভিভাবক ডাঃ দীপু মনি আপার পরামর্শ নিয়ে উপজেলাব্যাপী অবকাঠামোসহ সব ধরনের জনদুর্ভোগ লাঘবে কাজ করে যাবো। আমি আমার পরিষদের দুই ভাইস চেয়ারম্যানদেরকে সাথে নিয়ে চাঁদপুরবাসীর সেবা করে যাবো।
উল্লেখ্য: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচন ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।