নিজস্ব প্রতিনিধি ॥
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস্ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলি (প্যাকটা) প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবা গ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূল পর্যায়ের সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সেবার মানোন্নয়নে মৈশাদী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-গ্রুপ গঠন বিষয়ক সভা গত ৩ জুলাই মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে স্বোচ্চার না হলে মহান স্বাধীনতা যুদ্ধের উদ্যেশ্য সফল হবেনা। তিনি এই এলাকার নিরিহ অসহায় মানুষের স্বার্থে সনাক ও টিআইবির সাথে সহযোগীতামূলক সম্পর্ক বজায় রাখবেন। মৈশাদী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রিক ১৯ সদস্য বিশিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-গ্রুপের আনুষ্ঠানিক ঘোষনা দেন সনাকের সভাপতি ডা. পীযূষ কান্তি বড়ুয়া। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা আনয়ন জরুরী। টিআইবি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন বাস্তবায়ন করে। তিনি বলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সনাকে সহযোগীতামুলক সুসম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে আমরা মৈশাদী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রর স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করবো। তিনি নবগঠিত মৈশাদী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বিষয়ক অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সদস্যদের নাম ঘোষনা করেন।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মোঃ জাকির হোসেন কে সমন্বয়কারী এবং ফারহানা ইভা পটওয়ারী ও মোঃ ফখরুল খাঁন কে সহ-সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়। গ্রুপের অন্য সদস্যরা হলেন, মোঃ জাকির হোসেন, মোঃ মহসীন গাজী, ফারহানা ইভা পাটওয়ারী, মোঃ শিহাব উদ্দিন পাটওয়ারী, মোঃ ফখরুল খাঁন, মোঃ হাফেজ মোহাম্মদ তপু, মোঃ কাউছার জমাদার, শামসুন্নাহার, মোঃ এমরান হোসেন রাজন, মোঃ মামুন বেপারী, মোঃ রাছেল খান, রিপা আক্তার, মোঃ ইয়াছিন খান রাজীব, মোঃ মাহফুজ উল্যাহ ফাহিম, মোঃ আল আমিন ভূঁইয়া, মোঃ সবুজ, আশিক চন্দ্র দাস, সেলিনা আক্তার ও সমিয়া অক্তার। টিআইবি’র শ্রী রাজন চন্দ্র দে’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ইয়েস ও টিআইবি সদস্যবৃন্দ।