সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক প্রীতি বজায় রেখে একটি শান্তির বাংলাদেশ গড়তে হবে :  জেলা প্রশাসক 

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেছেন, কে মুসলিম, কে হিন্দু এটা বড় বিষয় না ,আমাদের পরিচয় আমরা মানুষ। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক প্রীতি বজায় রেখে একটি শান্তির বাংলাদেশ গড়তে হবে ।সামনে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এখানে যাতে কেউ গুজব ছড়াতে না পারে এবং সংখ্যা লগুদের উপর কেউ হামলা ও প্রতিমা ভাংচুর করতে না পাড়ে সেজন্য সবাই সর্তক থাকবেন।

রবিবার ৬ অক্টোবর সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,যে কোন পরিবেশ রুখে দিয়ে ভাতৃত্বের সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আজকের এ সমাবেশের মুল লক্ষ্য। এখানে সকল ধর্মের সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপ্রিয় ভাবে বসবাস করবে। একে অপরের প্রতি সেই সম্পর্ক টিকিয়ে রাখতে সচেতন থাকবো। আমরা সকলে মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলি,যেখানে থাকবে না কোন হানাহানি, বৈষম্যতা,সাম্প্রদায়িক কোন সহিংসতা।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় ২২দিন অভিযান চলবে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান করবে। কেই মা ইলিশ রক্ষা আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব।

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্ত্বে ও সহকারী কমিশনার হিল্লোল চাকমার সঞ্চালনায় আরো বক্তব্য দেন -মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মন্জুর আমীন স্বপন, মতলব উত্তর উপজেলা জামায়েত ইসলামির সভাপতি মাওলানা আবুল বাশার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান নাজির, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মফিজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন লাবু, ইসলামী আন্দোলনের সভাপতি হাফিজুর রহমান, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, ওলামা দলের সদস্য মাওলানা তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুজাম্মেল হক, মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন, ছেংগারচর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক কামাল হোসেন, খাগুরিয়া শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মো. মাইন উদ্দিন, ইসলামি ফাউন্ডেশনর উপজেলা শাখার ফিল্ড অফিসার শেখ মোহাম্মদ হানিফ মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম নবী খোকন, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সাগর, মতলব উত্তর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ খান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।

এসময় প্রশাসনিক, রাজনৈতিক, মিডিয়াসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: