সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুর আসছেন

স্টাফ রিপোর্টার:

 সমাজকল্যাণ  মন্ত্রী ডা. দীপু মনি এমপি ১৫ জুন শনিবার চাঁদপুর জেলা সফর করবেন। তাঁর সফরসূচি নিম্নরূপ : সকাল ৮টায় হেয়ার রোডস্থ বাসভবন হতে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা। সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিতি।

সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে আর্থিক সাহায্যের চেক বিতরণ, স্থান : চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়াম। সকাল সাড়ে ১১ টায় একই স্থানে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার কিডনী লিভার সিরোসিস জন্মগত হৃদরোগ স্ট্রোকে প্যারালাইজড থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ।

দুপুর ১২টায় ইউনিসেফ হতে প্রাপ্ত ফ্যামিলি কিট বক্স বিতরণ স্থান : চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়াম, চাঁদপুর। দুপুর সাড়ে ১২টায় বাই সাইকেল বিতরণ স্থান : চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়াম।

বিকাল ৪ টায় চাঁদপুর জেলার জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত নারী উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে যোগদান স্থান : শহিদ মিনার প্রাঙ্গণ, চাঁদপুর সদর, চাঁদপুর।

সন্ধ্যা ৭.০০ চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা সড়ক পথে। মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম সচিব) আবু আলী মো: সাজ্জাদ হোসেন এই সফরসূচি নিশ্চিত করেন।

Loading

শেয়ার করুন: