
কেএম নজরুল ইসলাম :
ফরিদগঞ্জের ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মো. শরীফ হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব পলি কর স্বাক্ষরিত ১ ডিসেম্বরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ হোসেন খানের বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাড়ির গুদামঘরে রাখার অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক, চাঁদপুর-এর প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ১ ডিসেম্বর ২০২৪ তারিখের ৯১৮ সংখ্যক প্রজ্ঞাপন মূলে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী কেন আপনার পদ হতে আপনাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্রপ্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, চাঁদপুর-এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. শরীফ হোসেন খানের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি চিঠি পেয়েছি। রাজনৈতিক প্রেক্ষাপটের শিকার আমি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এই বিষয়ে জানান, মন্ত্রণালয়ের চিঠি পেয়ছি। রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#