স্টাফ রিপোর্টার :
দৈনিক চাঁদপুর বার্তার চীফ রিপোর্টার মুহাম্মদ আলমগীরের সেজো ভাই পুলিশ কনস্টেবল মোঃ সাহেব আলী পাটওয়ারীর দাফন সম্পন্ন হয়েছে।১৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় হাজী মহসিন রোড়স্থ পুরাণ আদালত পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুম সাহেব আলী পাটওয়ারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজার পূর্বে মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই মোস্তফা পাটওয়ারী ও ছোট ভাই সাংবাদিক মুহাম্মদ আলমগীর বক্তব্য রাখেন। নামাজে জানাজায় চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, ওসি (তদন্ত) হারুনুর রশিদ, চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ইউনুছ সোহেব, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোহেল রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নামাজে জানাজা শেষে মরহুমকে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে সাহেব আলী পাটওয়ারী ইন্তেকাল করেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটনের বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।