
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ন সচিব) মোঃ আমিনুল ইসলাম এনডিসি মঙ্গলবার (২৮ জানুয়ারী ‘২০২৫ইং) স্বাক্ষরিত এক পত্রে জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০০৮ ধারা ২১ মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর ক্ষমতা বলে এবং ধারা ২(৪) ও ৮ এ বর্নিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বিদ্যমান নির্বাহী কমিটি ভেঙ্গে দিয়ে একই প্রক্রিয়া অনুবৃত্তিক্রমে পরিষদের চেয়ারম্যান কতৃক উক্ত পরিষদের এডহক কমিটি নিয়োগ করা হয়েছে।
উক্ত নিয়োগ কৃত কমিটি জাতীয় ক্রীড়া পরিষদের আইন ২০১৮ এর ধারা ১৪(৩) অনুসরনে নিম্নরুপ ১৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটি নিম্নরুপ –
সভাপতি নৌ বাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ওএসপি এনপিপি এনডিসি এনসিসি পিএসসি, সাধারণ সম্পাদক – চাঁদপুরের কৃতি সন্তান, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মোঃ মাহবুবুর রহমান শাহীন, সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও ম্যাপ্ল গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী ও ইনফিনিট গ্রুপের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় পুরস্কার প্রাপ্ত খেলোয়াড়, প্রশিক্ষিত কোচ ও ক্রীড়া সংগঠক বেগম নিবেদিতা দাস,
কোষাধ্যক্ষ সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ রফিকুল ইসলাম,
কমিটির কার্যকরী সদস্যরা হচ্ছেন – জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক খেলোয়াড় সংগঠক ও কোচ মোঃ মাহবুবুর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় প্রশিক্ষিত কোচ, ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতার দলের সাবেক অফিসার ইনচার্জ মেজর (অবঃ)আতিকুর রহমান, সাবেক খেলোয়ার ও ক্রীড়া সংগঠক মোঃ নাজিম উদ্দিন জুলিয়াস, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাঁতারের সর্বোচ্চ পদক প্রাপ্ত কোচ মোঃ মাহফিজুর রহমান ( সাগর) , জাতীয় দলের সাবেক সাঁতারু ও জাতীয় সাঁতার দলের প্রশিক্ষক আব্দুল হামিদ, চীন ও ভারত থেকে প্রশিক্ষিত কোচ ক্রীড়া সংগঠক সাবেক খেলোয়াড়- মোঃ মনির হুসাইন এসপিপি (অবঃ), দক্ষ ক্রীড়া সংগঠক ও সাবেক কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান, সাবেক জাতীয় সাঁতারু ও ক্রীড়া শিক্ষক বেগম নুর ই আফরোজ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার, একান্ত সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন এছাড়াও উক্ত কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ সেনা বাহিনীর, বাংলাদেশ নৌ বাহিনীর , বাংলাদেশ বিমান বাহিনীর ও বিকেএসপির সাঁতার বিষয়ক সংক্রান্ত প্রতিনিধি বা পদস্থ কর্মকর্তাসহ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ১ জন করে মোট ১৯ সদস্যের এই কমিটি। যা ঘোষণার পর থেকে কার্যকর হয়েছে।
উল্লেখ্য চাঁদপুরের কৃতি সন্তান,বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহবুর রহমান শাহীন, ইতিপূর্বে ও অথ্যাৎ ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও তিনি ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ওয়ান্ডার্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। তিনি বাফুফের কার্যনির্বাহী পরিষদ ও বাংলাদেশ অলিম্পিক ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সাবেক নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্হায়ী সদস্য।