অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইউএনডিপির অর্থায়নে এই ইলিকট্রিক সেলাই মেশিনগুলো ক্রয় করা হয়েছে। আপনাদের আয় বাড়ানোর জন্য এই মেশিনগুলো দেয়া হচ্ছে। মেশিন গুলো অত্যান্ত উন্নত মানের সেলাই মেশিন, এসব মেশিন গুলো গার্মেন্টসগুলোতে ব্যবহার হয়। আপনাদের আয় বাড়লে আরোও মেশিন দেয়া হবে। সরকার বিদেশীদের সাথে ভাল সম্পর্ক তৈরি করার কারনে তারা আমাদের দেশে অর্থায়ন করছে, এই জন সরকারকে ধন্যবাদ জানাই। আগামীতে ও আপনাদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমাদের আরো পরিকল্পনা রয়েছে, সেই বাস্তবায়ন করা হবে।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সিএনআরএস মোখলেছুর রহমান সুমন, টাউন ম্যানেজার (এলআইপিসি, ইউএনডিপি) চাঁদপুর আব্দুল হান্নান, ইউএনডিপির কনসালটেন্ট কামাল উদ্দীন আহমেদ।