স্কুলে যাওয়ার পথে অটো রিক্সার চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটো রিক্সার চাপায় বিপাশা আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুরের উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে সামনে বেরিবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রাসেদ মোবারক।
নিহত বিপাশা আক্তার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের দুবাই প্রবাসী সালাউদ্দিন (বাবুল) খলিফার এক মাত্র মেয়ে এবং ওই স্কুলের শিক্ষার্থী।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রাসেদ মোবারক জানান , বিপাশা আক্তার স্কুলের যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় একটি অটো রিক্সা তাকে চাপা দিলে সে আহত হয়।স্থনীয়রা গুরুত্বর আহত অবস্থায় বিপাশাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য বিপাশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অ্যাম্বুলেন্সযোগে ঢাকা যাওয়ার মাঝ পথে মৃত্যুবরণ করেন। এঘটনায় অটোবাইক চালক টিটু চন্দ্র সরকার (২২)কে আটক করা হয়েছে। নিহত বিপাশার পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার ময়নাতদন্ত ছাড়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

Loading

শেয়ার করুন: