মতলব উত্তর ব্যুরো :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চর পাথালিয়া গ্রামে স্বামীর সাথে অভিমান করে এক সন্তানের জননী বিষ পানে আত্মহত্যা করেছে। চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
২৬ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার চর পাথালিয়া গ্রামের সরকার বাড়ির তাপস সরকারের স্ত্রী আঁখি রানী সরকার (২০) আত্মহত্যার ঘটনা ঘটায়। জানা যায়, তাপস সরকারের সাথে তার স্ত্রী আঁখি রানীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়।
এরই এক পর্যায়ে স্বামীর সাথে অভিমান করে আঁখি ঘরে থাকা বিষাক্ত ঔষধ খেলে মুমুর্ষবস্হায় আঁখির বোনেরা তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আখিকে মৃত ঘোষণা করে।
শনিবার সকালে চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক জাহিদ আহসান হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত আঁখি ১ সন্তানের জননী।