স্বেচ্ছাসেবকরা কখনো পদ-পদবী চায়না, তারা শুধু ভালো কাজের বিনিময়ে আত্মতৃপ্তিটা চায় : জেলা প্রশাসক 

স্টাফ রিপোর্টার :
” বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবকদের জানাই শ্রদ্ধা ” এবারের এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৪ উপলক্ষে গতকাল ৫ ডিসেম্বর(বৃহস্পতিবার) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জাতীয় যুব কাউন্সিল, রেড ক্রিসেন্ট ও বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন তিনি তাঁর বক্তব্যে বলেন, বন্যায় কবলিত হয়ে মানুষ যে কষ্ট করেছেন গতবার আমি দেখেছি, স্বেচ্ছাসেবকদের ভূমিকাই বেশি ছিল। বাংলাদেশ যখন কোনো সমস্যায় আক্রান্ত হয়ে পড়ে তখন হুট করেই কেউ না কেউ ব্যাক্তিগতভাবেও উদ্যোগ নিয়ে এগিয়ে যায়, বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এগিয়ে যায়।
তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবকরা কখনো কোনো পদ চায়না,তারা সব সময় সেবা দিতে চায়। স্বেচ্ছাসেবক যে সংগঠনগুলো আগে যেমন ছিল, সেটা হলো তাদের কোনো পদ, পদবী কিছুই লাগেনি। কিন্তু এখন বর্তমানে স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর দল লাগে, পদ পদবী লাগে এবং তারা এখান থেকে বেনিফিট চায়।
এই জন্য এখন আগের মতো মানুষ স্বেচ্ছাসেবক সংগঠনকে শ্রদ্ধা করতে দ্বিধা করে। আবার কিছুদিন পূর্বে খাল খননের কাজ শুরু করছিল। সেখানে যদিও কিছু স্বেচ্ছাসেবক সংগঠন ছিল,  আর ছিলো কয়েকজন ছাত্র ।
আমি আপনাদের স্বেচ্ছাসেবক সংগঠনকে শ্রদ্ধা করি। আমি আপনাদের স্বেচ্ছাসেবক সংগঠনকে একটু ফোকাস করে বলি, সামনে রমজান আসতেছে, যদি স্বল্প মূল্যে তাদেরকে স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে খাদ্যপণ্য সহায়তা করা যায় তাহলে তাদের অনেকটাই লাঘব হবে।
আপনারা স্বেচ্ছাসেবক সংগঠনের সবাই ভালো। স্বেচ্ছাসেবকরা কখনো পদ-পদবী চায়না, তারা শুধু ভালো কাজের বিনিময়ে আত্মতৃপ্তিটা চায়, সেটাই তাদের মূল চাওয়া পাওয়া থাকা উচিৎ বলে মনে করেন জেলা প্রশাসক।
অতিরিক্ত  জেলা প্রশাসক সার্বিক মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী ও যুব উন্নয়ন অধিদপ্তরের চাঁদপুর সদর উপজেলা অফিসার মনির হোসেন।
আলোচনা সভা শেষে   প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন  আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস  উপলক্ষে কেক কেটে উদযাপন করেন।
উপস্থিত ছিলেন-  রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের আজীবন সদস্য সাংবাদিক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, যুব রেড ক্রিসেন্ট, জাতীয় যুব কাউন্সিল, রেড ক্রিসেন্ট ও বদলাও ইয়ুথ ফাউন্ডেশন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন  সামাজিক সংগঠন বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোক্তা আবদুর রহমান।

Loading

শেয়ার করুন: