নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেছেন,জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে এগিয়ে নেয়ার বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাদরাসা শিক্ষার্থীদের ভালোভাবে তৈরি হতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সাধারণ, কারিগরি এবং মাদরাসা শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা। বুধবার ( ২৬ জুলাই) সকালে ঐতিহ্যবাহী চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদরাসার ২০২১ সালের ফাজিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: মাসুম বিল্লাহ মজুমদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: সিরাজুল ইসলামের সঞ্চালনায় আহমাদিয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, পড়াশোনা করে আদর্শ শিক্ষা লাভ করো।
তিনি বলেন, আমাদের মাদরাসার শিক্ষার্থীরা তাদের একাডেমিক শিক্ষায় শিক্ষিত হয়ে সাধারণ শিক্ষায় শিক্ষিতদের মতোই সকল পেশায় চাকরি করতে পারছে, সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে।
তিনি বলেন, শুধু দেশেই নয়, উচ্চ শিক্ষার জন্য তারা অনেক দেশের বিশ্ব খ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতেও যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ডসহ আরোসব বিশ্ব বিদ্যালয়ে মাদরাসার শিক্ষার্থীরাও পড়াশোনা করে। তিনি বলেন, সুরা আছর, সুরা কাউছার এবং ইখলাসের মর্ম ও তাৎপর্য অনুধাবন করে নিজের জীবন ও আমলকে গঠন করতে শিখবে। এছাড়া দ্বিনী শিক্ষা তথা আলকোরানের আলোয় নিজেকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোল। মহান আল্লাহর সৃষ্টির সেরা জীব হিসাবে, সকল ধর্ম বর্ণের মানুষকে আপন করে নেবে। তিনি বলেন, যে পেশাই গ্রহন করবে, যা- ই করবে নিজেকে দেশের দক্ষ মানব সম্পদ হিসাবে তৈরি করতে হবে।
জেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, মাদরাসার ছাত্রদের পড়া অনেক বেশি। তোমরা আরবীও পড়ছো এবং এর পাশাপাশি সাধারন শিক্ষার সকল বিষয় তোমাদের পাঠ্য। এদিক থেকে তোমাদের শিক্ষাবভান্ডার অন্যদের চাইতে বেশি।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো: মাসুৃম বিল্লাহ মজুমদার ফাজিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অর্জিত জ্ঞানের আলোকে আদর্শ জীবন গঠন করতে হবে। তিনি বলেন, মনে রাখবে তোমরা এখন আলেম হয়েই বের হচ্ছো। তাই তোমাদের নিজেদেরই দায়িত্ববান হতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো: মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ইকবাল হোসেন পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আনোয়ার হোসেন বাবুল, সহকারী অধ্যাপক যথাক্রমে আবদুল হামিদ, সুলতানা আক্তার ও শেফাতুন নাহার, সিনিয়র প্রভাষক জহিরুল ইসলাম, প্রভাষক মীর হোসেন, প্রভাষক ফাহমিদা আক্তার, মোহাম্মদ উল্লাহ, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, সহকারি শিক্ষক মো: শহিদুল্লাহ, সহকারি শিক্ষক ফরহাদ হোসেন, সহকারি শিক্ষক ও সহ লাইব্রেরিয়ান মাহাবুবুর রহমান, সহকারী শিক্ষক শামসুন্নার,
সহকারী শিক্ষক সহকারী শিক্ষক কাউছার জাহান, ইবতেদায়ী শাখার সিনিয়র শিক্ষক আহসান হাবিব, আসাদুজ্জামান, তোফায়েল আহমেদ প্রমুখ। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।