
গাজী মাজহারুল ইসলাম ॥
“সুস্থ দেহ আর সুন্দর মন, মানসম্মত শিক্ষা অর্জন” এই প্রতিপাদকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলার আদর্শ শিশু নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) সকালে আলগী বাজার আদর্শ শিশু নিকেতন স্কুল মাঠে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব আহ্বায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম, সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, সমাজসেবক বাদল পাটওয়ারী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের ধর্মীয় শিক্ষক। পরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা এবং স্পোর্টস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।