মাহমুদুল মতিন:
হাইমচরে নারী নির্যাতন প্রতিরোধে মেয়ে শিক্ষার্থীদের সাথে উপজেলা পরিষদ ও প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কার্যকর ও জাবাদিহিমূলক স্থানীয় সরকার ইএলজি প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ ও প্রশাসনের সাথে নারী শিক্ষার্থীদের নারী নির্যাতন বিরোধী সংলাপ হয়।
সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, ইএলজি প্রকল্পের জেলা ফ্যাসিলিটর নূর উদ্দিন মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন।
সভায় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমদ আলী মাষ্টার, গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী। সংলাপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।