হাইমচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে রিয়াদ হোসেন (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকালে দক্ষিণ আলগী গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াদ ওই গ্রামের বাসিন্দা মো. মোতালেব হোসেন গাজীর ছেলে।

বাবা মোতালেব হোসেন জানান, সকালে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় রিয়াদ। কিছু সময় পর ছেলেকে বাড়িতে না দেখে খোঁজ শুরু করে বাড়ির লোকজন। একপর্যায়ে ওই পুকুরের পানিতে নিথরাবস্থায় ভাসমান শিশুটিকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শোয়রাব হোসেন পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

Loading

শেয়ার করুন: