হাইমচরে বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

গাজী মাজহারুল ইসলাম :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাইমচর  উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার, হাইমচর থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন, উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডাঃ মানিক বিশ্বাস, জামায়েতে ইসলামীর হাইমচর উপজেলা সেক্রেটারী জসিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী আন্দোলন হাইমচর উপজেলার সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শিমুল, উপজেলা যুব উন্নায়ন কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার জুলফিকার আলি জনি, মৎস্য সহকারী কর্মকর্তা মাহবুব রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেন, হাইমচর প্রেসক্লাব আহবায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, অধ্যক্ষ, শিক্ষক, মাদ্রাসা সুপার, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপনের বিষয়ে প্রস্তুতি গ্রহন করা হয়।

Loading

শেয়ার করুন: