চাঁদপুরের হাইমচরে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মোবারক হোসেন (২০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছে।
১৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ভিঙ্গুলিয়া হাফিয়া মাদ্রাসা সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন গনি গাজীর ছেলে। চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন যুবক।
একই বাড়ির শাহাজাহান ভূইয়ার ছেলে মহিন (১৯), কলন্তর খানের ছেলে মহিন খান (২০) আহত হয়েছে।
আজ সন্ধ্যা ৭টার দিকে একই গ্রামের মিজান এর ছেলে মহন খান (২১) নেতৃত্বে ৫ জন মিলে সুইচ গিয়ার দিয়ে দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মকর্তা ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান কিছুদিন আগে বিয়ের বাড়িতে উভয় মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সে সুত্রে জেরে আজ এ ঘটনাটি ঘটেছে বলে এলাকার লোকজন জানায়।
এ ব্যাপারে হাইমচর থানা অফিসার মোঃ মাহবুবর রহমান মোল্লা জানান পূর্বে বিয়ের বাড়ির ঘটনায় সুত্র ধরে এ ঘটনা ঘটেছ বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত করতেছি। আসামি গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।