চাঁদপুর হাইমচরে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মৃতি গোল্ডেন কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন সম্পন্ন হয়েছে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে বিসমিল্লাহ মোড় ক্রিকেট একাদশ বনাম সোহেল সর্দার স্পোর্টিং ক্লাব। এতে ৫৯ রানের টার্গেটে সোহেল সর্দার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিসমিল্লাহ মোড় ক্রিকেট একাদশ জয়লাভ করে।
১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আলগী বাজার খেলাঘরের আয়োজনে মাস ব্যাপী গোল্ডেন কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়। এতে খেলাঘরের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারীর সভাপতিত্বে এবং বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সিকদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য ও খেলা উদ্বোধন করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, চাঁদপুর পৌর সভার প্যানেল মোহাম্মদ আলী মাঝি, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাউদ্দিন টিটু হাওলাদার ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নাজির আহমেদ বেগ প্রমুখ। খেলা শেষে বিসমিল্লাহ মোড় ক্রিকেট একাদশের সদস্য মোঃ শান্ত শেখকে ম্যান অব দ্যা ম্যাচ প্রধান করা হয়।