হাইমচরে  মহান স্বাধীনতা দিবস  উপলক্ষে প্রস্তুতি সভা

গাজী মাজহারুল ইসলাম :
হাইমচর উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং দিবস দুটি যথাযথ মর্যাদার সাথে উদযাপনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপজেলা প্রকৌশলী মোঃ আশরাফুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকিল খন্দকার, হাইমচর থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি, মুক্তিযোদ্ধা উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার হাফেজ আহমেদ, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলী জনি, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম, হাইমচর সার্ব জোনাল অফিস এজিএম হাফিজুর রহমান,  ছাত্র প্রতিনিধি মিরাজ, হারিস সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: