হাইমচরে মোবারক হত্যা মামলায় একজন আটক

হাইমচর প্রতিবেদক:

হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামে ছুরির আঘাতে যুবক মোবারক হত্যা মামলার অন্যতম আসামি ছলেমান জমাদারকে আটক করেছে পুলিশ। ২০ মার্চ শুক্রবার রাতে এলাকার থেকে পালিয়ে যাওয়ার পথে নিহত মোবারকের হত্যার সাথে জড়িত আসামিকে পুলিশের আটক করতে সক্ষম হয়েছে।

হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের মোঃ গনি মিয়ার গাজীর ছেলে মোবারক গাজীকে রাতের আধাঁরে চুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়ে ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে নিহত মোবারকের পিতা গনি মিয়া বাদী হয়ে মিজান খানের ছেলে মহন খানকে প্রধান আসামী করে হাইমচর থানায় মামলা দায়ের করে।

Loading

শেয়ার করুন: