নিজস্ব প্রতিনিধি ॥
হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর সকাল ১০টায় হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল শেষে থানা রোডে এসে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ইসহাক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশীদ, কুদ্দুস মেহনতি, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, সরদার আবু তাহের, আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মোঃ বিল্লাল হোসেন আখন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সদস্য সচিব আব্দুল মান্নান আখন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, সাবেক আহ্বায়ক মোঃ বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ আখন, সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মালেক রুমি, ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আনসারীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।