হাইমচর ও আলগী দক্ষিণ ইউনিয়নে ৮৯ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

মাহমুদুল মতিন:

হাইমচর উপজেলায় হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুলফিকার আলী জুলহাস সরকার ও আলগী দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাউদ্দিন টিটু হাওলাদার, বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাষ্টারসহ ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন,মেম্বার পদে ৫৭ জন,মহিলা মেম্বার পদে ২১ জন মনোনয়ন দাখিল করেছেন।

আজ মনোনয়ন পত্র দাখিল এর শেষ দিনে উপজেলা নির্বাচন অফিস সূত্র জানান ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী সাহাউদ্দিন টিটু হাওলাদার,বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাষ্টার,শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর বড় ভাই উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, ইশা আন্দোলন সমর্থিত মোঃ সবুজ, সাবেক ছাত্রদল নেতা সরদার নুরে আলম জিকু।

৫ নং হাইমচর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী জুলফিকার আলী জুলহাস সরকার,বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহদাত সরকার,আওয়ামী লীগ নেতা আবদুল হক মোল্লা,সাবেক ছাত্র লীগ নেতা মঞ্জুরুল হক নাঈম সরকার ও ইশা আন্দোলন সমর্থিত মোঃরাজা মিয়া।

এছাড়া মেম্বার পদে ৫৭ জন, মহিলা মেম্বার পদে ২১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামী ৬ /১২/২১ ইং পর্যন্ত।

Loading

শেয়ার করুন: