হাজীগঞ্জ প্রতিবেদক ॥
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য চাঁদপুরের হাজীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি।
টেলিকনফারেন্সে মেলার উদ্বোধন করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
প্রধান অতিথি বলেন, ডিজিটাল মেলার উদ্দেশ্য শত রকমের সেবা আছে, যা মানুষ জানেনা তা জানানোই হলো ডিজিটাল মেলার মূখ্য উদ্দেশ্য। এখানে স্বাস্থ্যসেবা, কৃষি, অনলাইনে রেজিস্টেশন, অনলাইনে ব্যাংকিং লেনদেন, মোবাইল ব্যাংকি, ৯৯৯ এর ব্যবহার মূলতঃ এ সেবাগুলো প্রসঙ্গে মানুষকে জানানোই হলো ডিজিটাল উদ্ভাবনী মেলা।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাইলাস করছে। এখন মানুষ ঘরে বসেই বিশ্বের কোথায় কি হচ্ছে দেখতে পাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাছান মানিক, হাজীগঞ্জ পৌরসভার সিইও মোহাম্মদ ইনামুল হাছান, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম, অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, অফিসার ইনচার্জ তদন্ত মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ মজুমদার, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ব্যাংক এশিয়ার ম্যানেজার সঞ্জয় দাস প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ১৫টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দপ্তর ও কয়েকটি ব্যাংক, হাজীগঞ্জ থানার কর্মকর্তারা এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।