নিজস্ব প্রতিবেদক:
হাজীগঞ্জে মাথার উপর থেকে দেয়াল চাপা পড়ে মো. আবুল কাশেম (৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।
২২ জানুুয়ারি শনিবার শেষ বিকালের দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন ৭ নম্বর ওয়ার্ড টোরাগড় গ্রামে (হামিদিয়া জুট মিল) এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক ভোলা জেলার চরপ্যাশন উপজেলার রসূলপুর চৌমুহনী গ্রামের রাড়ী বাড়ির কালু বারির ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ থানা হেফজাতে নেয়।
সহকর্মী শ্রমিক রিয়াদ হোসেন জানান, এ দিন সকাল থেকেই তারা জুট মিলের পুরাতন গোডাউন ভাঙ্গার কাজ করছিলেন। এদিন বিকাল সাড়ে ৫ টার দিকে দেয়াল ভাঙ্গা অবস্থায় আবুল কাশেম দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল ও উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।