নিজস্ব প্রতিনিধি ॥
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার কার্যকরী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ হয়। নির্বাচনে ৫১ পদের মধ্যে ২১ পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ২১ পদে ৪১জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপর ৩০ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ সংবাদ লেখা পর্যন্ত ভোট গণনা চলছে বলে জানা গেছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: সিনিয়র যুগ্ম সম্পাদক (মহিলা) ফারজানা ইয়াছমিন, সহ-সম্পাদক (মহিলা) নূরুন নাহার, মহিলা সম্পাদক মরিয়ম নাছরিন, সহ-মহিলা সম্পাদক সঞ্চিতা সরকার, অর্থ সম্পাদক আবদুল কুদ্দুছ, সহ-অর্থ সম্পাদক মো. ইলিয়াছ শাহ, দপ্তর সম্পাদক মোহাম্মদ বশির উদ্দিন, শিক্ষা সম্পাদক গাজী মো. মাহবুবুর রহমান, সাহিত্য সম্পাদক আবদুর রহিম, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক শর্মিষ্ঠা সাহা, যোগাযোগ সম্পাদক প্রদীপ কুমার সাহা, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মো. মজিবুর রহমান, সমবায় সম্পাদক মোহাম্মদ আখতার হোসেন, মিডিয়া সম্পাদক সঞ্জয় চন্দ্র শীল, প্রকাশনা সম্পাদক এ কাদের, আইসিটি বিষয়ক সম্পাদক নুরুল হুদা মিয়া, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কিশোর কুমার সাহা, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. মহসিন মিয়াজী,আইন সম্পাদক মোহাম্মদ মনজুর আলম, কল্যাণ ট্রাস্ট বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন পাঠান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. আবু বকর ছিদ্দিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম, নাট্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ বেলাল হোছাইন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবিএম গোলাম রাব্বানী, কাব স্কাউটিং বিষয়ক সম্পাদক বাসন্তী রায়, সম্মানিত সদস্য মো. সানাউল্লাহ পাটওয়ারী, মোহাম্মদ ওমর ফারুক ও জাহেদুর রহমান।
এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনের প্রিজাইজিং অফিসার মো. গিয়াস উদ্দিন কবির ও জেলা নির্বাচন কমিশন মো. মোস্তফা কামাল।