হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জসিম উদ্দিন খলিফা (২৪) নামের এক রাজমিস্ত্রি মারা গেছে। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের দক্ষিণ পাড়া মজুমদার বাড়িতে এই দূর্ঘটনা ঘটে। নিহত মো. জসিম উদ্দিন ওই গ্রামের খলিফা বাড়ির চুননু খলিফার ছেলে।

নিহতের পারিবারি সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ (মঙ্গলবার) সকালে রাজমিস্ত্রী জসিম উদ্দিন খলিফা মজুমদার বাড়ির ক্বারী মজুমদারের নির্মাণাধীন ভবনের কাজ করতে যান। সেখানে তিনি পানির মোটর চালুর করার উদ্দেশ্যে বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে অসাবধনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে ওই বাড়ির লোকজন ও সহকর্মীরা জসিম খলিফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। পরবর্তীতে নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করা হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই জসিম উদ্দিন খলিফা নামের যুবককে মৃত্যু হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়া বিদ্যুৎস্পৃষ্টে নিহত জসিম উদ্দিন খলিফার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Loading

শেয়ার করুন: