অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পাঁচদিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে বই মেলার উদ্বোধন করেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মেলা প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। মেলায় বইয়ের দশটি স্টল ও নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিষদের সভাপতি সাবিহা সুলতানার সভাপতিত্ব মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরীর উপস্থাপনায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, খাজা সাফিউল বাসার রুজমনসহ আরো অনেকেই।