হাজীগঞ্জে ৬ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরের হাজীগঞ্জে নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শাহজালাল ওরফে মনা (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার চৌধুরী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনা হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড বদরপুর এলাকার করিম মিজি বাড়ির দেলোয়ার মিজির ছেলে। নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রি হিসাবে তিনি কর্মরত ছিলেন।
জানা গেছে, এদিন সকালে ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন শাহজালাল মনা। এসময় তিনি বাঁশ খুলতে গিয়ে অসাবধনতাবশ পা পিছলে ৬ তলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল রেপার করেন এবং সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের স্ত্রী রিফা সুলতান বলেন, কাজ করতে গিয়ে আমার স্বামী পা পিছলে পড়ে আহত হন। পরে তিনি কুমিল্লায় মারা যান। তার মৃত্যুতে কারো বিরুদ্ধে আমার ও আমার স্বামীর পরিবারের কোন অভিযোগ নেই।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া নিহতের শাহাজালালের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Loading

শেয়ার করুন: