হাসান আলী প্রাইমারির ৭ শিক্ষকসহ ৯জনের করোনা

নিজস্ব প্রতিবেদক॥

চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭জন শিক্ষক, আায়াও পিয়ন সহ ৯জন করোনায় আক্রান্ত হয়েছে।গতকাল বুধবার (১৯ জানুয়ারি) বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আারা সাফি বিষয়টি নিশ্চিত করেন।

বিদ্যালয়ের আক্রান্ত শিক্ষকরা হলেন প্রধান শিক্ষক ইসমত আারা সাফি,সহকারি শিক্ষক, দীপা পাল ,দিলরুবা ইয়াসমিন ,মনির হোসেন ,নুরুজ্জামান কাজল,মাকসুদা আক্তার,সিপাত নাজনীন ।এছাড়াও দপ্তরী জসিম, আয়া সুমী সাহা করোনা আক্রান্ত হয়েছেন

Loading

শেয়ার করুন: