১১ নভেম্বর কচুয়ার পূর্ব মনপুরা মাদ্রাসা ও মসজিদের বার্ষিক মাহফিল

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার পূর্ব মনপুরা নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে ১১ নভেম্বর শুক্রবার ২১তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।

মনপুারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ¦ হযরত মাওলানা আব্দুল হাই সাহেবের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বয়ান রাখবেন মাদারীপুর টেকেরহাটের পীরজাদা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ¦ হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইউপি চেয়ারম্যান নুরে-ই আলম রিহাত ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবু জাফর ছালেহ মুকুল।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন, হাজীগঞ্জ আহম্মদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা আবু নছর আসরাফী,দাউদকান্দি তালিমুল কোরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ইমদাদুল হক আসরাফী ও পূর্ব মনপুরা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মিজানুর রহমান। উক্ত মাহফিলে সকল এলাকার সকল মুসলমানদের দলে দলে যোগদান করতে মাহফিলে কমিটির পক্ষে থেকে বিশেষ দাওয়াত করা হয়েছে।

Loading

শেয়ার করুন: