নিজস্ব প্রতিনিধি ॥
প্রায় ১৭ ঘণ্টা ধরে বন্ধ থাকার পর চাঁদপুর থেকে সারাদেশে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এবং বন্দর ও পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শাহাদাত হোসেন।
শাহাদাত হোসেন জানান, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় হামুন বাংলাদেশের উপকূল অতিক্রম করে গেছে। আবহাওয়া পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক হওয়ায় প্রায় ১৭ ঘণ্টা পর বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা-চাঁদপুর ভায়া শরীয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষ্মীপুর) থেকে ইলিশাঘাট (ভোলা) নৌপথে ১ ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ ব্যতীত সবধরনের লঞ্চ চলাচল সতর্কতার সঙ্গে শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেল থেকে ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে জানমালের ক্ষতি এড়াতে চাঁদপুর থেকে সারাদেশের সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।