২০৪১ সালের বাংলাদেশ বিনির্মাণে তোমরাই হবে ভবিষ্যৎ কারিগর : সুজিত রায় নন্দী

 

 

নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুর সিটি কলেজের শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর সোমবার সকাল ১১ টা কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁদপুরে সিটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু সুজিত রায় নন্দী।

তিনি বলেন , শুধুমাত্র শিক্ষিত হলেই হবেনা আমাদেরকে সুশিক্ষিত হতে হবে, নিজেদেরকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। এই তথ্যপ্রযুক্তির যুগে মেধার প্রতিযোগিতা চলছে। মেধার প্রতিযোগিতায় তোমাদেরকে টিকে থাকতে হবে। আর মেধার প্রতিযোগিতা আমাদের টিকে থাকতে হলে নিয়মিত লেখাপড়া করতে হবে, ক্লাসে আসতে হবে এবং নিয়ম শৃঙ্খলা মত চলতে হবে।

তিনি আরো বলেন, ২০৪১ সালে বাংলাদেশ বিনির্মাণে তোমরাই হবে ভবিষ্যৎ কারিগর। তোমরা তোমাদের মেধা-মনন-সততা-নিষ্ঠা ও নেতৃত্ব দান করে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো বেশি উঁচু করবে। তোমরা কলেজের শৃঙ্খলা মেনে নিয়মিত শ্রেণি কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে। আশা করি তোমরা লেখাপড়া ও সহশিক্ষা কার্যক্রম দ্বারা কলেজকে আরো এগিয়ে নিয়ে যাবে”।

চাঁদপুর সিটি কলেজের আজীবন দাতা সদস্য এ্যাড মোঃ আতাউর রহমান পাটওয়ারীর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, কলেজের প্রভাষক সামসুল আলম, হাবিবুর রহমান খান, মোঃ শরীফ প্রমুখ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাবেক নির্বাচন কমিশনার ও সাবেক দায়রা জজ শাহ নেওয়াজ । স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক বিলাল হোসেন, গীতা পাঠ করেন প্রভাষীকা জয়ন্ত কর্মকার।

Loading

শেয়ার করুন: