বিবিব্যউপ্র, কুমিল্লা জোন, বিউবো, কুমিল্লা প্রকল্পের উন্নয়নমূলক কাজের জন্য চাঁদপুরের অনেক এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছে ।
আগামীকাল শনিবার (২৪ আগস্ট) বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ- চাঁদপুর এর আওতাধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান।
গতকাল বৃহস্পতিবার এক দপ্তরাদেশে এ তথ্য জানান তিনি।
দপ্তর আদেশ চিঠিতে বলা হয়,
বিৰিব্যউগ্র, কুমিল্লা জোন, বিউবো, কুমিল্লা প্রকল্পের উন্নয়নমূলক কাজের জন্য অত্র দপ্তরের আওতাধীন নতুন বাজার বালুর মাঠস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি নতুন বাজার, কোল্ডস্টোর, লোকাল, সিএসডি, বিপনীবাগ, ১৬ ঘর, বাবুরহাট, ৩৩ কেভি মেঘনা ফিডার এবং অত্র দপ্তরের আওতাধীন পুরান বাজার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি বাজার, খালপাড়, হাইমচর ফিডার আগামী ২৪/০৮/২০২৪ইং তারিখ রোজ শনিবার সকাল ০৮:০০ হতে বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তৎপ্রেক্ষিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চাঁদপুর এর উল্লিখিত ফিডারের আওতাধীন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নতুন ব্যজ্যর, কালীবাড়ী, চিত্রলেখা, ছায়াবানী, বাসস্টেশন, উপজেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, ওয়্যারলেছ, ফিশারী গেইট, বড় স্টেশন, লঞ্চঘাট, পালবাজার, ডাব্লিউ রাহমান জুটস মিলস লিমিটেড, স্টার আলকায়েদ জুটস মিলস লিমিটেড, মমিনপাড়া আ/এ, রঘুনাথপুর, পুরান বাজারের বাণিজ্যিক এলাকা, দোকানঘর ইত্যাদি এলাকাসহ বিউবো’র আওতাধীন এলাকায় উল্লিখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো’র সার্বিক কার্যক্রমে অংশীজনের সহযোগিতা একান্ত কাম্য।