নিজস্ব প্রতিনিধি ॥
পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৮টি বাল্কহেড ও তিনটি ড্রেজার জব্দ এবং ৬২ জন শ্রমিককে আটক করেছে নৌ-পুলিশ। রোববার (৬ আগস্ট) দুপুরে চাঁদপুর আঞ্চলিক নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ আগস্ট) রাতভর চাঁদপুর-শরীয়তপুর সীমান্তবর্তী এলাকা এবং বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে নৌ-পুলিশের পাঁচটি ইউনিট এই অভিযান পরিচালনা করে।
তিনি আরও জানান, নদীতে কেউ যেন অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে এবং রাতে অবৈধভাবে বাল্কহেড চলাচল করতে না পারে সেজন্য এ অভিযান পরিচালনা করা হয়। এদের বিরুদ্ধে ২৮টি মামলা ও আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।