নিজস্ব প্রতিনিধি ॥
আওয়ামী লীগ সরকার পতনের আগেরদিন ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মারামারির ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় আরেকটি মামলা হয়েছে।
এ মামলায় প্রধান আসামী করা হয়েছে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালকে। মামলায় মোট আসামী করা হয় ১১০জন। মামলার বাদী হচ্ছে আল আমিন হোসেন, বাসা- ক্লাব রোড, নতুন বাজার, চাঁদপুর। ১৮ অক্টোবর রাতে এ মামলাটি রুজু হয়।
এই মামলার উল্লেখযোগ্য দুটি বিষয় হচ্ছে- এই প্রথম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোনো মামলার আসামী হলো এবং বেশ কয়েকজন আইনজীবী এই মামলার আসামী। ৪ আগস্টের ঘটনায় এ নিয়ে তিনটি মামলা হলো।
১৮ অক্টোবর দায়ের হওয়া মামলার অন্য আসামীদের মধ্যে উল্লেখযোগ্য আরো কজন হচ্ছেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাবেক পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সাবেক পিপি অ্যাডঃ আমান উল্লাহ, সাবেক জিপি অ্যাডঃ আবদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, অ্যাডঃ হেলাল হোসাইন, অ্যাডঃ হান্নান কাজী, সাবেক পৌর কাউন্সিলর অ্যাডঃ কবির চৌধুরী, অ্যাডঃ শীব গোপাল, অ্যাডঃ গাজী সাইফুল প্রমুখ।