৫৮১ কেজি পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের কচুয়ায় অভিযান পরিচালনা করে ৫৮১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং তিন ব্যবসাপ্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 মঙ্গলাবার উত্তর বাজার ও পলাশপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রণি। তিনি জানান, পলিথিন ব্যাগের উৎপাদন, মজুত, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া প্রমুখ।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: