
চাঁদপুর শহরের ১৫নং ওয়ার্ডস্থ জিটি রোডের একটি বাসায় জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯ বান্ডেল তাস, সাড়ে ৯ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, গত রোববার (১২ জানুয়ারি ২০২৫) দিবাগত গভীর রাতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার কাছে গোপন সূত্রে খবর আসে শহরের জিটি রোডস্থ একটি টিনশেড বাসায় বেশ কজন যুবক জুয়া খেলছে। এ সংবাদ জেনে ওসির নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়া খেলা অবস্থায় জুয়াড়ি আবু তাহের, মিজান, মনোয়ার, রিয়াদ ও সুমনকে আটক করে। এছাড়া ৯ বান্ডেল তাস, সাড়ে ৯ হাজার টাকা ও ৬টা মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) দুপুরে সংশ্লিষ্ট বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আদালতে পাঠানো হয়।