শাহরাস্তির ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের যতো অভিযোগ

 

 

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ৩ দশকের বেশি সময় ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বরত মোঃ আবদুর রাজ্জাকের বিরুদ্ধে নামমাত্র কাজ করেই বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন প্রকল্প-খাত থেকে কোটি কোটি টাকা আত্মসাতের এমন অভিযোগ দেয়া হয়েছে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর।

দলীয় প্রভাব ও চেয়ারম্যানের নিজস্ব বাহিনীর ভয়ে এতোদিন কেউ মুখ না খুললেও গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসছে বিভিন্ন তথ্য।
ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মাহমুদ আলম ও সাবেক সদস্য মোঃ মোস্তফা ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ৬টি অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর।

অভিযোগ সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের নাহারা মনু মিয়ার বাড়ি থেকে জলিল মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ (ইজিপিপি) প্রকল্পে ২ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয় ১৮ জন উপকারভোগীর বিপরীতে।

Loading

শেয়ার করুন: