ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকতে হবে: শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার:

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ঐক্যবদ্ধভাবে দলের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের কাছে যেতে হবে, জনগণের পাশে থেকে সহযোগিতা করতে হবে।

শনিবার (২৩ নভেম্বর ২০২৪) সকালে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী উচ্চ বিদ্যালয় মাঠে ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দেশকে আধুনিক ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের জন্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে। সকল ধরনের দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়াতেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। যে কোনো কিছুর বিনিময়ে এ ঐক্য বজায় রাখতে হবে। দেশের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, বিএনপি সবসময়ই বলছে ক্ষমতার জন্যে আমরা রাজনীতি করি না। বিএনপি জনগণের অধিকারের জন্যে রাজনীতি করে। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্যে সংগ্রাম করেছি। আর জনগণ যদি বিএনপিকে নির্বাচিত করে, তাহলে সকলকে নিয়ে এবং সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করবে।
শেখ ফরিদ আহমেদ মানিক মৈশাদী ইউনিয়নের জনগণ ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, এই ইউনিয়নের নেতা-কর্মীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এক পার্সেন্ট। সেটা জিরো পার্সেন্ট করতে হবে। এই নিয়মে আমরা জনসভা করবো। তখন সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। তখন পাশের ইউনিয়ন কিংবা পৌরসভা থেকে নেতা-কর্মী নিয়ে আসা বন্ধ থাকবে। আপনাদের সহযোগিতায় এই ইউনিয়ন যাতে সাধারণ মাটি ও মানুষের ইউনিয়ন হয় সেদিকে খেয়াল রাখবেন। এই ইউনিয়নে যাতে কোনো মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং না থাকে। আপনারা প্রত্যেকে প্রত্যেকের সন্তানের প্রতি খেয়াল রাখবেন–তারা কী কাজ করে, কোথায় যায়। আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবেন। শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে ধ্বংস করে দিয়েছে। প্রতিটি ঘরে মাদকের আখড়া বানিয়ে দিয়েছে। আমাদের এই তরুণ সমাজকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, বিএনপি জনগণের জন্যে কাজ করে। যারা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। যারা মাদক ও অপকর্মের সাথে জড়িত তাদের তালিকা প্রশাসনের কাছে পৌঁছে দিতে হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান আব্দুস সাত্তার মাস্টার প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী খান, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সাগর, দপ্তর সম্পাদক শরীফ আহমেদ খান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাছরিন রহমান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, মৈশাদী ইউনিয়ন মহিলা দলের নেত্রী নিলুফা আক্তার, রহিমা বেগম মেম্বার, মৈশাদী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

Loading

শেয়ার করুন: