জসিম উদ্দিন ,ফরিদগঞ্জ :
ফরিদগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের গণহত্যাকারী খুনিদের বিচারের দাবিতে ও সকল দপ্তরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ফরিদগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্রসমাজ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত চলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে টিএনটি অফিস ও রুপসা রাস্তার মোড় এবং লিংক রোড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
বৈষম্য বিরোধী ছাত্র সমাজের অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, শাকিল মসজিদ, রেদওয়ান খান, মোহাম্মদ আতিক হোসেন, জিহাদুল ইসলাম। অবস্থা কর্মসূচিতে উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় দুই শতাধিক মুক্তমনা শিক্ষার্থী অংশ নেয়।