নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মতলব সরকারি কলেজ।১২ জুন সোমবার বিকালে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ট্রাইবেকারে ৪-২ গোলে চাঁদপুর সরকারি কলেজ দলকে পরাজিত করে। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিল । খেলা শেষে প্রধান অতিথি হিসেবে দু দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ পপি বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সিভিল সার্জন ডাঃ মোঃ সাহাদাৎ হোসেন, প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু,চাঁদপুর সদর ইউএনও সঞ্জিদা শাহনাজ, মতলব দক্ষিণ ইউএনও রেনু দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস চাঁদপুর এর আয়োজনে এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় টুর্ণামেন্টে চাঁদপুর জেলা ৮টি কলেজ দল অংশ নেয়।
এদের মধ্যে চাঁদপুর সরকারি কলেজ ও মতলব সরকারি কলেজ ফাইনালে উত্তীর্ণ হয়। এ দুটি দল চট্টগ্রাম বিভাগীয় পর্যায় প্রতিযোগিতা খেলার যোগ্যতা অর্জন করে ।