চাঁদপুরে মাদকসহ দুই কারবারি গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে সদর উপজেলার লক্ষ্মীপুর ও হানারচর ইউনিয়নে মাদকসহ দুই কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ওই এলাকায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফট্যানেন্ট জাবিদ হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে খোকন গাজী (৪০) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর পাশ্ববর্তী হানারচর ইউনিয়নের হরিনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াসিন গাজী (৩২) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা, একটি গাঁজা মাপার মেশিন, তিনটি মোবাইল সেট, দুটি পেনড্রাইভ, একটি মানিব্যাগ ও ৪টি ফয়েল পেপার বক্স উদ্ধার করা হয়।

অপারেশনাল অফিসার লেফট্যানেন্ট জাবিদ হাসান বলেন, মাদকের দুটি অভিযানের পর শহরের পুরান বাজারে সন্দেহভাজন একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাড়ি থেকে ১৪টি তরবারি, একটি বড় ছুরি, একটি এসএস এর চাইনিজ কুড়াল ও দুটি চেইনের চাবুক উদ্ধার করা হয়।

মাদকসহ গ্রেপ্তার দুই ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Loading

শেয়ার করুন: