চাঁদপুর ডায়াবেটিক সমিতির দুই মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করা হবে : জেলা প্রশাসক

মেঘনা বার্তা রিপোর্ট ॥

চাঁদপুর ডায়াবেটিক সমিতির অষ্টম বার্ষিক সাধারণ সভা হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন ২০২৫) সকালে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ডায়াবেটিস সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও চাঁদপুর ডায়াবেটিস সমিতির সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

সভাপতির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক ও চাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আপনারা আপনাদের নিজ নিজ মতামত দিয়েছেন। এছাড়া সমিতির একটি সুনির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে। আমরা সব কিছু বিবেচনা করে আগামী এক মাসের মধ্যে আজীবন সদস্য অন্তর্ভুক্ত করে দুই মাসের মধ্যে নতুন কমিটি করবো। এ ব্যাপারে আমি সমিতির সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, যেহেতু এটি একটি দাতব্য প্রতিষ্ঠান। সেহেতু এখানে নিয়ম মত চিকিৎসকগত কমিটিতে আসা উচিত। অনেক চিকিৎসক এই সমিতির আজীবন সদস্য হতে পারেননি। তাদেরকে আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নিয়মিত কমিটির গঠন করা উচিত। এতে এই দাতব্য প্রতিষ্ঠানটির উন্নয়ন হবে বলে আমি মনে করি।

সভায় ধারাবাহিকভাবে সপ্তম বার্ষিক সাধারণ সভার সর্বসম্মতিকরমে অনুমোদন করা হয়। এরপর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইকবাল আজম ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের হিসাব উপস্থাপন করেন এছাড়া ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব উপস্থাপন করেন এবং ইহা অনুমোদন করা হয়। এরপর আগামী তিন বছরের জন্য নিরক্ষক নিয়োগের ব্যাপারে আলোচনা করা হয়, এতে পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে নিরীক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।
এরপর আলোচ্য সূচির কমিটি গঠন বিষয়ে আলোচনায় প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন সদস্য ও দাতা সদস্যগণ নিজ নিজ মতামত উপস্থাপন করেন।

সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, সহ-সভাপতি বাবুল খান চাঁদপুর ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য ও আজীবন সদস্যগণ।

 

Loading

শেয়ার করুন: