চাঁদপুর সেতুর টোল আদায়ের সিদ্ধান্ত গৃহীত

নিজস্ব প্রতিনিধি:

 চাঁদপুর জেলা প্রশাসকের ৭ নির্দেশনা নিয়ে টোল আদায়ের প্রস্তুতি হচ্ছে। তবে বর্তমান ইজারার মেয়াদের পর হতে সেতুতে টোল আদায় কার্যক্রম বন্ধ করার বিষয়ে মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

জেলা প্রশাসন ও ইজারাদার মেসার্স এম আই ট্রেডিং কর্তৃপক্ষ সূত্র জানা গেছে, গত ২৩ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর সেতুর টোল আদায় সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় গত ৫ আগস্ট ২০২৪ তারিখ হতে চাঁদপুর সড়ক বিভাগের ‘চাঁদপুর সেতু’র টোল আদায় বন্ধ হয়ে যাওয়া এবং টোল নীতিমালা অনুযায়ি উক্ত বন্ধ টোল পুনরায় চালু করার বাধ্যবাধকতা সম্পর্কে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী উপস্থিত সকলকে অবহিত করেন।ওই সভার কার্যপত্র অনুযায়ি বিস্তারিত আলোচনার পর নিম্ন বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়:

গৃহীত সিদ্ধান্ত ও বাস্তবায়নকারী কর্তৃপক্ষ :

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সবাই একমত পোষণ করেন। সভায় উপস্থিতির প্রস্তাব ও ইজারাদারদের সম্মতিক্রমে সেতুতে ইজিবাইক পারাপারে প্রতিবারে ১০ টাকার স্থলে ৫ টাকা নেওয়ার সিদ্ধান্ত হয়। বর্তমান ইজারার মেয়াদের পর হতে সেতুতে টোল আদায়ের কার্যক্রম বন্ধ করার বিষয়ে মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। যানজট নিদর্শনকল্পে ইজারাদার কর্তৃক দুই স্থানে টোল আদায়ের কার্যক্রম গ্রহন করবেন। সেতুর সংযোগ সড়কে টোল আদায়ের সুবিধার্থে মূল সড়কের পাশে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সড়ক বর্ধিতকরণ (সার্ভিস লেন) করার সিদ্ধান্ত গৃহীত হয়। টোল আদায় কার্যক্রম সহজ করার লক্ষ্যে ইজারাদার কর্তৃক জনবল বৃদ্ধিকরণ ও নিয়োজিত কর্মীর গায়ে ইজারা প্রতিষ্ঠানের লোগোসহ পোশাক পরিধাণপূর্বক টোল আদায় করার সিদ্ধান্ত গৃহীত হয়। টোল আদায় কার্যক্রমে মূল ইজারাদার ও তার নিয়োজিত কর্মী ছাড়া অন্য কেউ টোল আদায় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অধিনায়ক ২১ বীর বাংলাদেশ সেনাবাহিনীর ড. লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউর হোসেন, সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াসিম উদ্দিন, জেলা এনএসআই এর উপ-পরিদর্শক মেহেদী হাসান আহমেদ, জেলা তথ্য অফিসার মোঃ নজরুল ইসলাম, ইজারাদার মো. মহসিনুল ইসলাম ও প্রতিনিধি, চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী।

আররো উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শোয়েবুর রহমান, জেলা বাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. বাবুল মিজি ও সাধারণ সম্পাদক মো. হোসেন, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিপন, জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতা মো. নুরুল ইসলাম, জেলা অটো মালিক সমিতির সভাপতি মো. ফজলুল কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হানিফ গাজী, চাঁদপুর পৌর শ্রমিক ফেডারেশন ইউনিয়নের সভাপতি মো. ছোটন বেপারী ও সাংগঠনিক সম্পাদক খোকন খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্রদের মধ্যে কিবরিয়া আলমগীর অরিন, সাদিয়া আক্তার, মো. সিয়াম পাটোয়ারী, মোহাম্মদ মোরশেদ আলম, অনির্বাণ রায় ও পুলিশ পরিদর্শক মো. আওলাদ হোসেন প্রমুখ।

জানাগেছে, চাঁদপুর সেতুর টোল আদায় কার্যক্রম বাস্তবায়নে সড়ক ও জনপদ বিভাগ চাঁদপুর ও ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স এম আই ট্রেডিং সার্বিক দায়িত্ব পালন করবে।

Loading

শেয়ার করুন: