
নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান ও নেতাকর্মীদের নিয়ে ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার নূরপুর গ্রামের আমিন বাড়ীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈদ পূর্ণ মিলনী উদয়াপন অনুষ্ঠানের আহবায়ক ও প্রবাসী মো: মিজানুর রহমান মিন্টুর সার্বিক আয়োজনে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মো : শাহ আলম পাটওয়ারীর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, লন্ডনে ড. মুহাম্মদ ইউনুস ও তারেক রহমানের সাথে ব্যাপক আলোচনা হয়েছে। ফেব্রুয়ারীতে নির্বাচনের মাধ্যমে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তাকে (তারেক রহমানকে) বরন করে নেয়ার জন্য দেশের মানুষ অধির আগ্রহে রয়েছে। প্রতিপক্ষ কিছু নেতাকর্মীদের উদ্দেশ্যে ইঙ্গিত করে তিনি আরো বলেন, কচুয়ায় রাজনীতির নামে, যারা চাঁদাবাজি কিংবা বিশৃঙ্খলা করবে তাদের কঠোর হস্তে প্রতিহত করা হবে।
ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো : খায়রুল আবেদীন স্বপন,সহ-সভাপতি আজিজ উল্যাহ মাষ্টার, সাধারণ সম্পাদক মো : মাসুদ এলাহী সুভাষ, সাবেক সভাপতি মো: শরফুদ্দিন মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক আবু আব্দুল্লাহ নয়ন ও বিএনপি নেতা তাবারক উল্লাহ ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুব দলের সভাপতি নাসির উদ্দিন প্রধান, ফ্রান্স প্রবাসী বেলায়েত হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম পাঠান, উপজেলা ছাত্রদলের সাধারন স¤পাদক সম্রাট রইজ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি কাউছার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো : শহীদ উল্যা প্রমুখ। এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।