জন্মাষ্টমী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

 

নিজস্ব প্রতিনিধি ॥

শুভ জন্মাষ্টমী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  ২১ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রসাশক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিকী।

এসময় সভাপতির বক্তব্যে জেলা প্রসাশক বলেন, আপনারা ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। যার যার ধর্মানুযায়ী তা পালন করবেন। আমি চাঁদপুর থেকে চলে যাচ্ছি। হয়তো নতুন যিনি আসবেন তাকে আপনাদের এই ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমীতে পাবেন। আমাকে যে ভাবে সহযোগিতা করেছেন তাকএ ও সহযোগিতা করবে। প্রবাদে আছে যায় দিন ভালো, আমি বলবো আসে দিন ভাল। কারণ চাঁদপুর জেলাবাসী অনেক ভাল।

অন্যান্য বক্তৃতারা বলেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি। বিগত বছর জেলা প্রশাসক এ দিন সম্প্রিতীর বন্ধন হয়ে থাকে। এবছর ও যেন সেটা করা হয়। মন্দির গুলোতে যেন ড্রেকসেট বাজানো না হয়। আমরা শুধু মাত্র আনন্দ শোভাযাত্রা করবো,কোনো আলোচনা সভা করা হবে না। মন্দির গুলোতে শুধু পূজার্চনা করা হবে। সদর উপজেলা ব্যাতিত অন্যান্য উপজেলা সকাল ১১ টায় জন্মাষ্টমীর শুভাযাত্রা বের করা হবে। চাঁদপুর সদরে বিকাল ৩ টায় জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা বের করা হবে।

আনন্দ শোভাযাত্রায় যেন কোনো ধরনের দূর্ঘটনা না ঘটে সে দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। রথের সময় বরগুনায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। শোভাযাত্রায় স্বেচ্ছাসেবক টিম রাখতে হবে। সন্ধ্যার মধ্যে জন্মাষ্টমীর শুভাযাত্রা শেষ করতে হবে। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্রক ভাবে আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা করবে।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ইয়াসিনআরাফাত ,উপজেরা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ,সিনিয়র সহ সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা,
জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারন সম্পাদক কার্তিক সরকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণী,
সারদাঞ্জলী ফোরামের সভাপতি রিপন সাহা, জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সহদেব দেবনাথ, মানিক লাল মজুমদারসহ জন্মাষ্টমী উদযাপনের বিভিন্ন ইউনিটের প্রধানগণ।

Loading

শেয়ার করুন: