ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও কাতারস্থ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিআইপি জালাল আহমেদ ’ট্রাক’ প্রতীক পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান।
এ সময় স্বতন্ত্র প্রার্থী সিআইপি জালাল আহমেদ এবং তার প্রস্তাবক, সমর্থক উপস্থিত থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে ট্রাক প্রতীক দাবি করেন। দুজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ট্রাক প্রতীক চাওয়া প্রার্থী না থাকায় রিটার্নিং কর্মকর্তা তার জন্য ট্রাক প্রতীক বরাদ্দ করে প্রতীকের কাগজ হস্তান্তর করেন।
এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান জানিয়েছেন, এখন থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। তবে অবশ্যই সবাই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।
প্রতীক বরাদ্দ পেয়ে স্বতন্ত্র প্রার্থী সিআইপি জালাল আহমেদ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি আনন্দ মিছিল বের করেন। এসময় উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ আমরা আমাদের পছন্দের প্রতীক বরাদ্দ পেয়েছি। সমর্থনকারী প্রিয় এলাকাবাসীকে নিয়ে ভোটের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে ছুটছি। কোনোরকম অসুস্থ প্রতিযোগিতায় না গিয়ে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে বলে আশাবাদী। আমরা ফরিদগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ। শান্তিপূর্ণ অবস্থায় আমরা ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করব।
প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, জালাল আহমেদের সহধর্মিণী মাইমুনা জালাল, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন সাবু, পৌর যুবলীগের সাবেক সভাপতি আব্দুল গাফফার সজিব, সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক পাবেল পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা নজির আহমেদ, কাতারস্থ ফরিদগঞ্জ আওয়ামী ফোরামের সভাপতি রাসেল খান টিটু, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, আকরাম হোসেন রবিন, আবদুর রহিম নিলাফ, ইসমাইল পাটওয়ারী, মিলন পাটওয়ারী, মাসুম পাটওয়ারী প্রমুখ।