মতলব প্রতিবেদক:
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারন সম্পাদকের নির্দেশে ঢাকা পলিটেকনিকেল ইনষ্টিটিউট ছাত্রলীগের সভাপতি মো: মেহেদি হাসানসহ ইনষ্টিটিউটের ছাত্ররা মতলব পৌরসভার একাধিক কৃষকদের প্রায় ৩একর জমির ধান কেটে দিলো।
১০মে সকাল ৮টা থেকে এ ধান কাটা কার্যক্রম চালু করেন। তাদের নিজ এলাকা মতলব পৌরসভার দশপাড়া ও ভাঙ্গারপাড় এলাকায় ইনষ্টিটিউটের ২৪/২৫জন ছাত্র ধান কেটে মাধা বোজা করে নিয়ে খামাল দেয়। পরে মেশিনে করে ধান লওয়ার ব্যবস্থা করে।
এসময় কৃষক রফিক বলেন, ধান কাটার লোক পাওয়া যায়না, লেবারের অনেক দাম। মেশিন ও পাইনাই। এবার ধান কাটতেই পারতামনা যদি ওনারা নাকেটে দিত। ভাইয়েরা আমার ধান কেটে দিয়েছে আল্লাহ ও নাদের ভালো করুক।
ছাত্রলীগের সভাপতি মো: মেহেদি হাসান জানান, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতাদের নির্দেশ পালন করছি। আর অহসহায় কৃষদের পাশে এসে দারিয়েছি।