ফরিদগঞ্জে জামিনে মুক্ত হলেন বিএনপির ১১ নেতাকর্মী

নিজস্ব প্রেতিবেদক:
রাজধানীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় করা পুলিশের মামলায় এজাহারভুক্ত চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ১১ নেতাকর্মী কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) সিএমএম কোর্ট থেকে তারা মুক্তি পেয়েছেন বলে  বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ড.মোহাম্মদ শাহজাহান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির মতিঝিল থানার মামলায় মতিঝিল থানার ৩২ (১০)২৩নং  মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

জামিনে মুক্তি প্রাপ্তরা হলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা নয়ন , বিএনপি নেতা মো. খসরু মোল্লা,  মো. শরিফ হোসেন, মো. মাহবুবুল হাসান, মো. শহিদুল্লাহ বেপারী, মো. জাকির হোসেন, মো. আজাদ পাটওয়ারী, মো. মামুন, মো. মামুন আলম, মো. খোকন।

বিষয়টি নিশ্চিত করে গ্রেফতারকৃতদের পক্ষের আইনজীবী  ড. মোহাম্মদ শাহজাহান বলেন, বিএনপি’র ১১ জন নেতা কর্মীকে জামিন করিয়েছি।

ঢাকার অন্যান্য থানার মামলায় এজাহারভুক্ত  যারা আছেন, দ্রুত সময়ের মধ্যে তারাও জামিনে মুক্তি লাভ করবেন ইন্শা আল্লাহ। এছাড়াও চাঁদপুরের জেলে অবস্থান করা সকল বিএনপিসহ বিরোধী জোটের সকল নেতাকর্মীরাও জামিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি বিএনপিসহ বিরোধী জোটের বা দলের সকল নেতাকর্মীরা এলাকায় নির্বিবাদে চলাফেরা করবে। একজন নেতাকর্মীকেও হামলা বা মিথ্যা মামলায় গ্রেপ্তার বা জড়ানো তথা কোনো প্রকার হয়রানি না করার জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ করেন।

Loading

শেয়ার করুন: