ফরিদগঞ্জ পৌর মেয়রের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

 

নিজস্ব প্রতিনিধি ॥

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে লাপাত্তা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী। তার পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। শনিবার (১৭ আগস্ট) দিনব্যাপী পৌর মেয়রের পদত্যাগের দাবিতে পৌর চত্বরে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।

অবস্থান কর্মসূচিতে ছাত্রসমাজের পক্ষে শাকিল মুশফিক, ইমাম হোসেন, মো. আতিক হোসেন, জিহাদুল ইসলাম বলেন, পৌরসভাটি ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হলেও সেবার মান বাড়েনি বরং দুর্নীতি বেড়েছে। এ ফ্যাসিবাদ মেয়র পৌরসভাকে অনিয়মের তীর্থস্থান হিসেবে গড়ে তুলে নিজে ও তার মেয়ে মিলে টাকার পাহাড় গড়েছেন। তারা মেয়রের পদত্যাগ দাবি করেন।

শিক্ষার্থীরা মেয়রের দোসর অর্থ কেলেঙ্কারির মূল হোতা পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিনেরও পদত্যাগ দাবি করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের গণহত্যাকারী খুনিদের দ্রুত বিচার ও ফরিদগঞ্জের সকল দপ্তরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

একই সময়ে ছাত্র সমাজের ব্যানারে আরেকটি দল পৌরসভার সামনে অটোবাইক দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। তারাও পৌর মেয়রের পদত্যাগ দাবি করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, আবুল খায়ের মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে ফরিদগঞ্জ বাজারের অটোচালকদের কাছ থেকে লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়, দলীয় নেতাকর্মীদের মাস্টাররোলে পৌরসভায় চাকরি দেওয়া, বিভিন্ন প্রকল্প থেকে কমিশন বাণিজ্য, দুর্নীতি করে নিজের মেয়েকে দিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ করানো, সালিশি বাণিজ্য, দলীয় ক্যাডার দিয়ে চাঁদাবাজি, কালো টাকায় বিভিন্ন স্থানে একাধিক বহুতল বাড়ি নির্মাণসহ নানা অভিযোগ রয়েছে।

Loading

শেয়ার করুন: